

মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রায় তিন যুগ ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা বিক্রি করে আসছেন হাসান আলী। ভোরের আলো ফোটার আগেই পত্রিকা হাতে নিয়ে তিনি বেরিয়ে পড়েন উপজেলার বিভিন্ন হাট-বাজার, দোকান ও বাসাবাড়িতে। তার এই দীর্ঘদিনের নিরলস পরিশ্রমে আজও অনেক পাঠক নিয়মিত খবরের কাগজ পড়ার সুযোগ পাচ্ছেন।
স্থানীয়দের কাছে ‘হাসান ভাই’ নামে পরিচিত হাসান আলী শুধু একজন পত্রিকা বিক্রেতা নন, বরং এলাকার মানুষের কাছে তিনি একজন পরিচিত ও বিশ্বস্ত মুখ। সময়ের পরিবর্তনে ডিজিটাল মিডিয়ার প্রভাব বাড়লেও এখনো তিনি নিষ্ঠার সঙ্গে প্রিন্ট মিডিয়াকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।হাসান আলী বলেন, “অনেক কষ্টের মধ্য দিয়েও এই কাজটা করে যাচ্ছি। পত্রিকার সঙ্গে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। যতদিন পারি, ততদিন এই কাজ চালিয়ে যেতে চাই।”স্থানীয় সচেতন মহল মনে করেন, হাসান আলীর মতো মানুষরাই মূলত গ্রামবাংলায় সংবাদপত্রের পাঠক ধরে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭