

স্টাফ রিপোর্টার: ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার। শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। যাচাই প্রক্রিয়ায় প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সঠিক থাকায় কোনো আপত্তি গৃহীত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একই দিনে বগুড়া-৬ (সদর) আসন থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানান। সেখানে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা, প্রস্তাবক ও সমর্থকের তথ্যসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সঠিক পাওয়া গেছে বলে নির্বাচন অফিস সূত্রে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬—এই দুইটি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও তৎপরতা দেখা গেছে। দলীয় সূত্র জানায়, প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় এখন নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭