

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।শনিবার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে উপজেলার কাইচ মালধা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফজরের নামাজের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গেলে কাইচ মালধা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম প্রথমে আগুন দেখতে পান। পরে তিনি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সতর্ক করেন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন এবং টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পরিস্থিতি জটিল হওয়ায় সিরাজদিখান ফায়ার সার্ভিসকে সহায়তার জন্য ডাকা হয়। পরে টঙ্গীবাড়ী ও সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথভাবে কাজ করে সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন— আলী হোসেন (৪০), জামাল হাওলাদার (৫০), শাহ আলম হাওলাদার (৬০), শাহান শাহ হাওলাদার (৪৮), কাইয়ুম হাওলাদার (৬০) ও আমান হোসেন (৪৫)। তারা সবাই কাইচ মালধা এলাকার বাসিন্দা।অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল ভস্মীভূত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭