ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে গণভোট ও বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত


জানুয়ারি ১৯, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

বাবু হাওলাদার (টঙ্গীবাড়ী) প্রতিনিধি:   টঙ্গীবাড়ীতে গণভোট ও বিশেষ কম্বিং অপারেশন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৯জানুয়ারী) বেলা ১১ টায় টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা।বক্তারা বলেন, গণভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ কার্যক্রম দমনে বিশেষ কম্বিং অপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে মৎস্যজীবী ও জেলেদের উদ্দেশ্যে নদী ও জলাশয়ে কোনো ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত না হতে এবং সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়।হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো.সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো.জয়নাল খালাসী, টঙ্গীবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আপন সরদার, ইউপি সদস্য বাবু হাওলাদার, সিদ্দিক বেপারি, কায়ুম শেখ সহ জেলে,আড়তদার,ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।