ঢাকাবুধবার , ৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

ঝিনাইদহ বাস টার্মিনালে যৌথ অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ


জানুয়ারি ৭, ২০২৬ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

মোঃ দুল্লাপ হোসেন, ঝিনাইদহ (জেলা) প্রতিনিধি:   যৌথ অভিযানে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাঙের ছাতার মত গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযানে বাস টার্মিনালের সরকারী জায়গা দখল করে গড়ে উঠা বিভিন্ন দোকান ও বাস কাউন্টারসহ টিনশেড ঘেরা স্থাপনা উচ্ছেদ করা হয়।এসময় ছোট বড় প্রায় ২০ টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

এসময় যৌথ অভিযানে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান উল কবির, ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুন্সি মোঃ আবু জাফর, হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস, সড়ক ও জনপথ বিভাগের মোটরযান পরিদর্শক মোঃ সোহাগ হোসেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ সহ হাইওয়ে পুলিশ ও জেলা সদস্যরা।সড়কের দুই ধারে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।