

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত বীর যোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলার একটি গুরুতর ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার বদুরপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল পূর্বপরিকল্পিতভাবে লাঠি, চাকু ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পসংলগ্ন সড়কে যাওয়ার পথে হামলাকারীরা হাসনাত আব্দুল্লাহ ও তার সঙ্গী মাঈনউদ্দীনের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে হাসনাত আব্দুল্লাহ গুরুতরভাবে আহত হন এবং তাকে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। মাঈনউদ্দীনও আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচি ও রাজনৈতিক অবস্থানের কারণেই এই হামলার ঘটনা ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাইযোদ্ধা জানান, চট্টগ্রাম–১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে জুলাইযোদ্ধাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল। ওই স্মারকলিপি প্রদান এবং আন্দোলনে সক্রিয় ভূমিকার জের ধরেই প্রতিহিংসামূলকভাবে এই হামলা চালানো হয়েছে বলে তারা আশঙ্কা করছেন।
এ বিষয়ে চট্টগ্রাম–১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জন্য এখন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। যারা গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়িয়েছে, তাদের ওপর হামলা হলে নির্বাচন ও সামগ্রিক রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকতে পারে না।” তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেতা হাসান আলী। তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেছেন, “আমার অত্যন্ত কাছের ছোট ভাই, জুলাইয়ের আহত ও গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর চন্দনাইশ বদুরপাড়ায় সন্দেহভাজন স্বৈরাচারের দোসররা কিছুক্ষণ আগে সশস্ত্র হামলা চালিয়েছে। এই নির্মমতা আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছি না।” তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
উল্লেখ্য, হাসান আলী আগে এনসিপির প্রার্থী হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরবর্তীতে ১১ দলীয় জোট গঠনের পর তিনি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম–১৪ আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি সমর্থন ঘোষণা করেন। হামলার পর আহতদের ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, এ ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং প্রশাসনের কাছে নিরাপত্তা ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানানো হবে।
এই ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭