

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ। তিনি জানান, চলমান প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় এই সরকারের সময়ের মধ্যে টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে চালু করা সম্ভব হবে না।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিন বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ জারি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদ বলেন, নতুন দুটি অধ্যাদেশ বাস্তবায়নের মাধ্যমে বিমান টিকিট বিক্রি ও ভ্রমণ সংক্রান্ত দীর্ঘদিনের নানা অনিয়ম ও প্রতারণা বন্ধ করা সম্ভব হবে। বিশেষ করে বিমানের টিকিট কাটাকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে যে প্রতারণা, অতিরিক্ত মূল্য আদায় এবং হয়রানির অভিযোগ রয়েছে, সেগুলো রোধে অধ্যাদেশে কঠোর আইনগত ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এতদিন কিছু অসাধু ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিমান টিকিটের ক্ষেত্রে যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, নতুন এই অধ্যাদেশ কার্যকর হলে তা ভেঙে যাবে। ফলে টিকিটের কৃত্রিম সংকট, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ যাত্রীরা ন্যায্যমূল্যে টিকিট কিনতে পারবেন।
বিমানের ডাইভারশন প্রসঙ্গে উপদেষ্টা জানান, শীত মৌসুমে তীব্র কুয়াশার কারণে অনেক সময় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট পাশের দেশে ডাইভার্ট করতে হয়, যা যাত্রীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যা সমাধানে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রি মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে কুয়াশাচ্ছন্ন আবহাওয়াতেও সেখানে নিরাপদে বিমান ওঠানামা করতে পারবে এবং অপ্রয়োজনীয় ডাইভারশন এড়ানো সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, বেসামরিক বিমান চলাচল সংশোধন অধ্যাদেশ ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ ২০২৬ বাস্তবায়িত হলে বিমান পরিবহন ও ট্রাভেল ব্যবসায় শৃঙ্খলা ফিরে আসবে। একই সঙ্গে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, এসব অধ্যাদেশ কার্যকর হলে বিমানের টিকিটের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি অভিবাসী কর্মী ও সাধারণ যাত্রীদের অধিকার সংরক্ষণ করা সম্ভব হবে। পাশাপাশি পর্যটন খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক মান বজায় রাখার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭