ঢাকাশনিবার , ১০ জানুয়ারি ২০২৬

জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: মির্জা ফখরুল


জানুয়ারি ১০, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   দেশের বর্তমান ‘কঠিন সময়ে’ সারা দেশের মানুষ বুকভরা প্রত্যাশা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি অত্যন্ত সংকটময় ও চ্যালেঞ্জপূর্ণ সময় পার করছে দেশ। এই সময় দলের নেতা তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে এসেছেন, যা জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সারা দেশের মানুষ আজ বুকভরা আশা ও প্রত্যাশা নিয়ে তার নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, তারেক রহমান দূরে থেকেও জাতির উদ্দেশে যে বার্তা দিয়েছেন, তাতে দেশের মানুষ নতুন করে আশাবাদী হয়েছে। জনগণ বিশ্বাস করতে শুরু করেছে যে, সামনে সত্যিকার অর্থেই একটি উদারপন্থি, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার বাস্তব সুযোগ তৈরি হয়েছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন ধরে দমে ছিল, তারেক রহমানের নেতৃত্বে তা নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে। জনগণ এখন একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যবস্থার প্রত্যাশা করছে, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত হবে।

বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন এবং ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতা, তরুণ ও শিশুদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ২০২৪ সালে যেসব সাহসী ছেলে-মেয়ে ও সাধারণ মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আত্মত্যাগ করেছেন, তারা জাতির ইতিহাসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের ত্যাগের কারণেই আজ নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

সকাল ১১টায় হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান নিজে উপস্থিত সম্পাদক ও সাংবাদিকদের আসনে গিয়ে কুশল বিনিময় করেন। এ সময় দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রধান নির্বাহী কর্মকর্তা, সিনিয়র ও জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, যেখানে রাজনৈতিক বাস্তবতা, গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।