ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

জনপ্রিয়, কথাসাহিত্যিক তুলতুল পেলেন দৈনিক সাঙ্গু সম্মাননা ২০২৬


জানুয়ারি ২৭, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি:   তুলতুল পেলেন দৈনিক সাঙ্গু পত্রিকা সম্মাননা দৈনিক সাঙ্গু পত্রিকার ২৫ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়েছে।রবিবার (২৬ জানুয়ারি) থেকে শুরু ১ লা ফেব্রুয়ারি পর্যন্ত সাতদিন ব্যপী কর্মসূচি হাতে নিয়েছে ২৬ জানুয়ারি ২০২৬ প্রথম দিন ছিল সাঙ্গুর লেখকদের সাথে মতবিনিময় আর লেখক সম্মাননা সাঙ্গু কার্যালয়ে।তিনি পেয়েছেন কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও কলামিস্ট হিসেবে,সাঙ্গু সম্পাদক কবির হোসেন সিদ্দিকী এই পুরস্কার তার হাতে তুলে দেন।মোট দশজন লেখককে এই সম্মাননা সম্মানিত করা হয়।

বিখ্যাত তরুণ লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল, তিনি একাধারে একজন লেখক.কবি. উপন্যাসিক.গল্পকার. শিশুসাহিত্যিক.কলামিস্ট,নজরুল অনুরাগী.রেডিও অনুষ্ঠান পরিচালক.খবর পাঠিকা.ভয়েস প্রেজেন্টার ও দাবা খেলোয়াড়.বেগম রোকেয়া চরিত্রের মডেল।বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকায় লিখছেন ছোটবেলা থেকেই, যেমন.কালের কন্ঠ. প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন.ইত্তেফাক.খোলা কাগজ,প্রতিদিনের সংবাদ.এন টিভি অনলাইন.মানবকষ্ঠ, আজাদী.পূর্বকোণ.পূর্বদেশ,দৈনিক সাঙ্গু,শিশু.নবারুণ সহ অন্যান্য পত্রিকায়। তাছাড়া তিনি এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় সমান তালে লেখনি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তাকে দুই বাংলার জনপ্রিয় লেখকও কথাসাহিত্যিক বলা হয়ে থাকে। লিখছেন জার্মানি,

সিংগাপুর,নিউইয়র্কে,অস্ট্রেলিয়ার.প্যারিসের বাংলা পত্রিকাগুলোতেও, তার জন্ম একটি,সাহিত্য, সাংস্কৃতিক রাজনৈতিক.মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে।তার প্রকাশিত বইয়ের সংখ্যা ভারত/বাংলাদেশ মিলিয়ে ১৬টি তিনি অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভুষিত হয়েছেন।তুলতুল এই পুরস্কার পাওয়ার পর অনুভুতি ব্যক্ত করে পত্রিকাকে জানান সাঙ্গু প্রতিবার তার নিজ লেখকদের মুল্যায়ন করেন।এবারেও তাই করেছেন।এই পুরস্কারে সম্মানিত হতে পেরে এবং সাঙ্গুর লেখক হতে পেরে আমি অনেক অনেক গর্বিত।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।