মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ডে সাগরপাড়ের ১৯৪ একর বিস্তৃত ডিসি পার্ক এখন ফুলের গালিচায় ঢাকা। প্রতি বছরের মতো এবারও এখানে বসছে দেশের বৃহত্তম, চট্টগ্রাম ফুল উৎসব-২০২৬,আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০ টায় দিকে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে চতুর্থবারের মতো আয়োজিত এই মাসব্যাপী ফুল উৎসব।উদ্বোধনী অনুষ্ঠান, প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মো. এহছানুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড.মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ এবং পুলিশ সুপার মো, নাজির আহমেদ খাঁন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।এই ডিসি পার্কে এবার দেশি-বিদেশি প্রায় ১৪০ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ ঘটেছে। দর্শনার্থীদের জন্য এবার নতুন আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে জিপ লাইন, ক্লাইম্বিং ট্রি, ট্রি হার্ট, বিগ ফ্লাওয়ার ট্রি, আমব্রেলা ট্রি ও ফ্লাওয়ার টি।
নানা রঙের আয়োজন ফুল উৎসবকে কেন্দ্র করে পুরো মাসজুড়ে থাকছে বহুমুখী বিনোদন। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া উৎসবের বাড়তি অনুষঙ্গ হিসেবে থাকছে।গ্রামীণ মেলা, বই উৎসব ও ঘুড়ি উৎসব।পিঠা উৎসব, পুতুল নাচ ও মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল,লেজার লাইট শো, ভিআর গেইম, মুভি শো ও ভায়োলিন শো।
নির্বাচনী প্রচারণা স্টল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধিতে মেলায় একটি বিশেষ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। সেখান থেকে নির্বাচন ও ভোট সংক্রান্ত বিভিন্ন প্রচারণা চালানো হবে।চট্টগ্রাম জেলা প্রশাসন জানায়, প্রকৃতির সান্নিধ্য আর ফুলের সৌন্দর্যে পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর জন্য ডিসি পার্ক এখন প্রস্তুত,করা হয়েছে।

