

সৌরভ আলী (আশুলিয়া) প্রতিনিধি: রাজধানীর শিল্পাঞ্চল ঢাকার আশুলিয়া ও সাভার অঞ্চলে দীর্ঘদিন ধরেই এলপিজি গ্যাস সংকট দেখা দিয়েছে। খুচরা ও পাইকারি দোকানে গ্যাসের বোতল না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। রান্না করতে না পেরে অনেক পরিবার এখন বাধ্য হয়ে বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলার ওপর নির্ভরশীল হয়ে উঠছে।ভুক্তভোগীরা জানান, সাভার- আশুলিয়ার বিভিন্ন প্রান্তে ঘুরেও কোন গ্যাস পাচ্ছিনা। দুই এক দোকানে পেলেও তা অতিরিক্ত মূল্য কিনতে হচ্ছে।
“বাচ্চাদের জন্য রান্না করা কঠিন হয়ে গেছে। বাধ্য হয়ে ইলেকট্রিক রাইস কুকার আর ইন্ডাকশন চুলা কিনেছি।”তবে বৈদ্যুতিক চুলার ওপর বাড়তি নির্ভরতার ফলে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন অনেক গ্রাহক। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এটি নতুন করে আর্থিক চাপ তৈরি করছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে গ্যাস বিতরণে সমস্যা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানানো হলেও কবে নাগাদ সংকট কাটবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।এদিকে গ্যাস-সংকট দীর্ঘায়িত হলে ভবিষ্যতে আরও বেশি মানুষ বৈদ্যুতিক রান্নার দিকে ঝুঁকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে বিদ্যুৎ ব্যবস্থাপনাতেও বাড়তি চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭