

স্টাফ রিপোর্টার: গোবিন্দগঞ্জ পৌরসভার পান্তাপাড়ায় মঙ্গলবার দুপুরে ২০২৫-২৬ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় পেয়াজ,মৌরি চাষে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক (পিপি)আল মুজাহিদ সরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আকতার সেবু,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা হাদিসুর রহমান,গোবিন্দগঞ্জ পৌরসভা ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা বিলাস কুমার ভট্টাটার্জ, মৌরি চাষী রবিউল ইসলামসহ অন্যারা। এতে পৌরসভা এলাকার প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী অংশ নেয়। এ মাঠ দিবস শেষে অতিথিরা রবিউল ইসলামের মৌরি ক্ষেত পরিদর্শন করে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭