

স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হল রুম ও সরকারি উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ জসিম উদ্দীন, জেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার শাহিনুর আলম, উপজেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যাতে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি প্রিজাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রেখে আইন অনুযায়ী দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
উল্লেখ্য, এ প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং ১৪৯ জন, সহকারি প্রিজাইডিং ৯২১ জন ও ১ হাজার ৮৫২ জন পোলিং অফিসার অংশ গ্রহণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭