

স্টাফ রিপোর্টার: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধা'র উদ্যোগে, গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কাঁচেরচড়া এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকদের হাতে অনুদান প্রদান করা হয়েছে।আজ রোববার বিকালে প্রধান অতিথি হিসাবে এতিম শিশুদের মাঝে এসব শীতবস্ত্র ও অনুদান প্রদান করেন,জেলা সুপার জসিম উদ্দীন।
জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার সভানেত্রী ইসরাত জাহান বীথির সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শরীফ আল রাজীব,তার সহধর্মিণী কাজরিমা আক্তার,জেলা পুলিশের অপরাধ শাখার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) হিফজুর আলম মুন্সি,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোজাম্মেল হক সহ অন্যরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭