

বিশ্বজিৎ চক্রবর্তী (টাঙ্গাইল) জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেবের ধানের শীষ প্রতীকের নির্বাচনী এজেন্টদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মশালায় নির্বাচনী পোলিং এজেন্টদের ভোটের দিনের দায়িত্ব, ভোট গণণা এবং কেন্দ্র রক্ষায় করণীয় সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, পৌর বিএনপি'র সভাপতি খালিদ হাসান উথান।আরও উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত তিনজন ট্রেইনার, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষে এজেন্টদের সাহসিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭