

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের মোট ৪০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন।
প্রতীক বরাদ্দের ফলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মাঠে নামলেন প্রার্থীরা। আসনভিত্তিক প্রার্থীর সংখ্যা অনুযায়ী—
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৮ জন,
গাইবান্ধা-২ (সদর) আসনে ৭ জন,
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ১০ জন,
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৬ জন
এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)
ধানের শীষে খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, কাঁচিতে পরমানন্দ দাস, কলসে মোছা. ছালমা আক্তার, প্রজাপতিতে মো. কওছর আজম হান্নু, দাঁড়িপাল্লায় মো. মাজেদুর রহমান, ঢেঁকিতে মো. মোস্তফা মহসিন, হাত পাখায় মো. রমজান আলী ও লাঙ্গলে শামীম হায়দার পাটোয়ারী।
গাইবান্ধা-২ (সদর)
কাঁচিতে আহসানুল হাবীব সাঈদ, কাঁস্তেতে মিহির কুমার ঘোষ, হাত পাখায় মোহাম্মদ আব্দুল মাজেদ, ধানের শীষে মো. আনিসুজ্জামান খান বাবু, লাঙ্গলে মো. আব্দুর রশীদ সরকার, দাঁড়িপাল্লায় মো. আব্দুল করিম এবং কলমে মো. শাহেদুর রহমান।
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর–পলাশবাড়ি)
ধানের শীষে অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, দাঁড়িপাল্লায় আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, ঘোড়ায় এসএম খাদেমুল ইসলাম খুদি, লাঙ্গলে মইনুর রাব্বী চৌধুরী, ঢেঁকিতে মো. আজিজার রহমান, কাঁস্তেতে মো. আব্দুল্লাহ আদিল, হাত পাখায় এটিএম আওলাদ হোসাইন, কলমে মো. মনজুরুল হক, আপেলে মো. মোছাদ্দিকুল ইসলাম ও ট্রাকে মো. সুরুজ মিয়া।
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)
লাঙ্গলে কাজী মশিউর রহমান, ধানের শীষে মোহাম্মদ শামীম কায়সার, কোদালে মো. আতোয়ারুল ইসলাম, মোটরসাইকেলে আব্দুর রউফ আকন্দ, দাঁড়িপাল্লায় আব্দুর রহিম সরকার ও হাত পাখায় সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন।
গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি)
মোটরসাইকেলে এএইচএম গোলাম শহীদ রঞ্জু, হাঁসে নাহিদুজ্জামান নিশাদ, কাঁচিতে মোছা. রাহেলা খাতুন, হাত পাখায় মো. আজিজুল ইসলাম, দাঁড়িপাল্লায় মো. আব্দুল ওয়ারেছ, ধানের শীষে ফারুক আলম সরকার, লাঙ্গলে শামীম হায়দার পাটোয়ারী, কাঁস্তেতে শ্রী নিরমল ও ঘোড়ায় হাসান মেহেদী বিদ্যুৎ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭