

বেড়া উপজেলা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় হাটুরিয়া-নাকালিয়ায় ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নাকালিয়া মনজুর কাদের ডিগ্রি কলেজে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে , ৬৯ পাবনা-২ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব বলেন, দেশ ও জাতির স্বার্থরক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা ও আপসহীন।
তার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শী ভাবনা অসাধারণ। তিনি ছিলেন খাঁটি দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী।তিনি আরও বলেন, এই মহান নেত্রীর আদর্শ অনুসরণ করেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবে। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেড়া পৌর বিএনপির সভাপতি, আলহাজ্ব ফজলুর রহমান ফকির, সাবেক সহ-সভাপতি তাতীদল কেন্দ্রীয়, হাজী ইউনুস আলী, বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক, রইজ উদ্দিন আহমেদ, বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সালাউদ্দিন ইকবাল প্রমুখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাবেক সভাপতি হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আলহাজ্ব একরাম মোল্লা,এসময় বিএনপি এবং এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭