স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসমাবেশে দলটির আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ১১ দলীয় জোট ক্ষমতায় যাওয়ার জন্য বা কাউকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নয়, বরং দেশের জনগণকে তাদের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নবীগঞ্জ উপজেলার জে কে হাইস্কুল মাঠে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটাই লুণ্ঠনমুক্ত, ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। জনগণের কষ্টার্জিত সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে। এখন সময় এসেছে জনগণকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার।”
মাওলানা মামুনুল হক আরও বলেন, “১১ দলীয় জোট ক্ষমতায় গেলে কোরআন-সুন্নাহর আলোকে ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। বিবিয়ানা ও রশিদপুর গ্যাসক্ষেত্রের সম্পদ নবীগঞ্জ-বাহুবলের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং অতিরিক্ত গ্যাস দেশের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে।”তিনি অভিযোগ করে বলেন, “দেশে শাসনের নামে এতদিন শোষণ চালানো হয়েছে। মানুষের অধিকারের কথা বলে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। জনগণ আজ পরিবর্তন চায়।”
বাংলাদেশ খেলাফত মজলিসের হবিগঞ্জ জেলা আমির মাওলানা আব্দুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জুল হুসাইন মিরাজী, এনসিপির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান এবং সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহাজাহান আলী।
এছাড়াও বক্তব্য দেন কাজী মুখলেছুর রহমান, নেজামী ইসলামী পার্টির মাওলানা জুবায়ের আহমেদ খান ও প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম জাকী প্রমুখ।সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় যাতে সঠিকভাবে প্রতিফলিত হয়, সে আহ্বান জানান এবং ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

