

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পরিত্যক্ত অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোররাতে পৌর শহরের সলেমানপুর গ্রামের একটি বাগান থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সলেমানপুর গ্রামে অভিযান চালানো হয়।অভিযানকালে ওই গ্রামের একটি বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ২২ ক্যালিবারের একনলা বন্দুক এবং একটি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস এবং মালিক শনাক্তে তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এদিকে স্থানীয়দের ধারণা,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো পক্ষ নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এই অস্ত্রগুলো মজুদ করে থাকতে পারে। র্যাব জানায়,এ ধরনের অভিযান অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭