

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন তরুণ সমাজসেবক ও জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর ইউনিয়ন সভাপতি বাবুল আহমেদ। শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মামুনশিয়া গ্রামে স্থানীয় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে তিনি এই শীতবস্ত্র বিতরণ করেন।
বাবুল আহমেদ কুশনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার মরহুম সিরাজুল ইসলামের ছেলে। তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে নিজ ব্যক্তিগত উদ্যোগে তিনি এই শীতবস্ত্র পৌঁছে দেন। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন—কুশনা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম মন্ডল,স্থানীয় ইউপি সদস্য সাধু মোল্লা,জিসাস নেতা শাহাজান আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।উপস্থিত সুধীজনরা বাবুল আহমেদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিতরণ শেষে বাবুল আহমেদ জানান,জনসেবার যে আদর্শ তার পিতা মরহুম সিরাজুল ইসলাম রেখে গেছেন, সেই পথ অনুসরণ করেই তিনি আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। আগামীতেও এই ধরণের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭