

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে পুলিশ।গত ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে কুলিয়ারচর থানার এসআই সুজন বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স কুলিয়ারচর থানাধীন ফরিদপুর সাকিনস্থ সুইচগেট ব্রিজ এলাকায় চেকপোস্ট ডিউটি পালনকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে আটককৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।কুলিয়ারচর থানা পুলিশ জানায়, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭