ঢাকামঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

কুমার নদ রক্ষায় প্রশাসনের হঠাৎ অভিযান, অবৈধ মাটি উত্তোলনে ভেকু ফেলে পালাল চালক, যন্ত্রপাতি জব্দ


জানুয়ারি ৬, ২০২৬ ১২:০৩ অপরাহ্ণ
Link Copied!

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি:   শৈলকুপার কাচেরকোল ইউনিয়নের কুমার নদ যেন দীর্ঘদিন ধরে অবৈধ মাটি ও বালু উত্তোলনকারীদের অবাধ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছিল। তবে এবার সেই দৃশ্যপটে পরিবর্তনের আভাস মিলেছে। গোপন সংবাদের ভিত্তিতে নদী রক্ষায় সরাসরি মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

নদী থেকে অবৈধভাবে মাটি কর্তনের খবর পেয়ে শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারীর নেতৃত্বে কুমার নদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন শৈলকুপা থানার এসআই আব্দুল মান্নান।

অভিযানকালে দূর থেকেই ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতি টের পেয়ে ভেকু মেশিনের চালক দ্রুত পালিয়ে যায়। তবে পালাতে পারলেও রক্ষা পায়নি অবৈধ কাজে ব্যবহৃত যন্ত্রপাতি। ঘটনাস্থল থেকে ভেকু মেশিনের ব্যাটারি, টুলবক্স, জ্বালানি তেলসহ প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।

প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করা, পরিবেশের ভারসাম্য নষ্ট করা এবং জনস্বার্থকে উপেক্ষা করে যারা অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে জড়িত—তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে কুমার নদে অবৈধ মাটি কাটার কারণে নদী ভাঙন ও কৃষিজমি ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের এই তৎপরতায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।