ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে নবীনবরণ ও বার্ষিক বনভোজন–২০২৬ অনুষ্ঠিত


জানুয়ারি ২৬, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   কিশোরগঞ্জ পুলিশ লাইন্স হাই স্কুলে নবীন শিক্ষার্থীদের বরণ ও বার্ষিক বনভোজন–২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কিশোরগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও নানা বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠিত হয়। গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুনাক সভানেত্রী উরুবান আতরাবা তামান্না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ লাইন্স হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন নাহার খানম মাছুমা।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে পড়লে জাতিও পিছিয়ে যাবে। প্রকৃত শ্রেষ্ঠ সেই ব্যক্তি, যে শিক্ষায় মনোযোগী—সম্পদ বা বিলাসিতাই শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়।”তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষকদের শিক্ষার্থীদের পড়াশোনায় আরও অনুরাগী করে গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলে।দিনব্যাপী বনভোজন ও বিনোদনমূলক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস ও প্রাণবন্ত অংশগ্রহণে নবীনবরণ ও বার্ষিক বনভোজন–২০২৬ একটি স্মরণীয় আয়োজন হিসেবে রয়ে যাবে।উল্লেখ্য, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।