

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ ফুট দীর্ঘ নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) কিশোরগঞ্জ-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোছাদ্দেক ভূইয়া কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মাঠের বাজার থেকে জামাল উদ্দিনের বাড়ি পর্যন্ত নতুন এই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, আল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আল আমিন এবং দানাপাটুলী ইউনিয়ন জামায়াতের সভাপতি ক্বারী আব্দুর রহমান। এসময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, মাঠের বাজার থেকে জামাল উদ্দিনের বাড়ি পর্যন্ত পূর্বে কার্যত কোনো রাস্তা ছিল না। শুধুমাত্র পায়ে হেঁটে চলাচলের মতো পথ থাকায় স্কুলগামী শিক্ষার্থীসহ এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হতো।৩নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে এবং আল আমিন ফাউন্ডেশনের অর্থায়নে নতুন এই রাস্তার নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্থানীয়রা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭