কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: আসন্ন গণভোট নির্বাচন–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। যশোদল ইউনিয়ন জামায়াতের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার সাবেক নায়েবে আমীর অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, নায়েবে আমীর মো. নুর উদ্দিন এবং সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন।
বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, আধিপত্যবাদমুক্ত রাষ্ট্র গঠন এবং দেশকে টিকিয়ে রাখতে আসন্ন গণভোট নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে এ ধরনের প্রচার সভা ও গণসংযোগ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।সভায় স্থানীয় জামায়াত নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

