

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ধর্মীয় মূল্যবোধ জাগ্রত ও কিশোর-কিশোরীদের কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কুরআন তিলাওয়াত উৎসব ২০২৬ (সিজন–৫) উপলক্ষে শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।গত সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) আসর নামাজের পর হোসেনপুর উপজেলার চর পুমদী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় একটি মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় কুরআন তিলাওয়াত, হামদ-নাত, আজান ও ইসলামী সংগীতসহ একাধিক বিভাগে প্রতিযোগীরা অংশ নেয়।অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, অভিভাবক, ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে কুরআনের শিক্ষা ও ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজক কমিটি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।এ সময় আব্দুর রহমান ইবনে আওফ (রা.) ক্যাডেট মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করা হয়। প্রতিষ্ঠানটি ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের নৈতিক ও শৃঙ্খলাবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭