ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার


জানুয়ারি ৮, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আজ বৃহস্পতিবার সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনটির সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এ তথ্য জানান।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিইআরসি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা তাঁদের দীর্ঘদিনের কয়েকটি সমস্যার কথা তুলে ধরেন এবং তিনটি প্রধান দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—সারা দেশে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বা কমিশন বৃদ্ধি করা এবং এলপিজি সিলিন্ডারের নিরবচ্ছিন্ন ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা।

বৈঠক শেষে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ব্যবসায়ীদের অভিযোগ ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি বলেন, চলমান প্রশাসনিক অভিযানের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করা হবে, যাতে ব্যবসায়ীরা অহেতুক হয়রানির শিকার না হন। পাশাপাশি বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বাড়ানোর বিষয়ে আইনগত কাঠামোর মধ্যে থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় বিইআরসি চেয়ারম্যান আরও জানান, এলপিজি অপারেটরদের সংগঠন কমিশনকে অবহিত করেছে যে বর্তমানে জাহাজ সংকট থাকলেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে এলপিজি সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।

তবে বৈঠকের পর এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো. সেলিম খান বলেন, বাস্তব পরিস্থিতিতে ব্যবসায়ীরা নানা আর্থিক চাপের মুখে রয়েছেন। তাঁর দাবি, অপারেটরদের কাছ থেকে একটি সিলিন্ডার কিনতেই তাঁদের ১ হাজার ৩০০ টাকার বেশি খরচ করতে হচ্ছে। সে কারণে ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার দেড় হাজার টাকার কম দামে বিক্রি করা তাঁদের পক্ষে সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ বিষয়ে ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, জানুয়ারি মাসের জন্য সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩০৬ টাকার বেশি হওয়ার কোনো যৌক্তিক কারণ তিনি দেখছেন না। নির্ধারিত দামের বাইরে অতিরিক্ত মূল্যে বিক্রি হলে কমিশন তা মেনে নেবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, এর আগে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড গতকাল বুধবার সারা দেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছিল, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশব্যাপী এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। সেই ঘোষণার পর আজ বৃহস্পতিবার সকালে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা, গাজীপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ কয়েকটি জেলায় এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধ ছিল। তবে এসব জেলার বাইরে দেশের অন্যান্য অঞ্চলে সীমিত পরিসরে এলপিজি বিক্রি চলমান ছিল।

বিইআরসির আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় ব্যবসায়ী ও ভোক্তা উভয় পক্ষই কিছুটা স্বস্তি ফিরে পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।