ঢাকাবৃহস্পতিবার , ২২ জানুয়ারি ২০২৬

একটি দল পাকিস্তানপন্থি হয়ে এখন বাংলাদেশ গড়তে চায়: মির্জা ফখরুল


জানুয়ারি ২২, ২০২৬ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল পাকিস্তানপন্থি মানসিকতা ধারণ করে এখন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। তিনি অভিযোগ করেন, ওই দলটি বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি প্রশ্ন রাখেন, জনগণের স্বার্থবিরোধী রাজনীতি করে তারা কি আদৌ ভোট পেতে পারে? জনগণ কি তাদের ভোট দেবে?বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির ধানের শীষ প্রতীকের প্রথম জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ধরে এ দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন-সংগ্রামে জীবন দিয়েছে, নির্যাতন সহ্য করেছে, কিন্তু কখনো মাথা নত করেনি। তিনি বলেন, “আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যেই আমরা আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে দেশ পরিচালনার স্বপ্ন দেখছি।”তিনি আরও বলেন, এই যাত্রা শুধু একটি দলের ক্ষমতায় যাওয়ার যাত্রা নয়; এটি বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার যাত্রা। এ কাজে দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।

সভায় তিনি সবাইকে একটি বিশেষ দলের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নানা কৌশলে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি অভিযোগ করেন, তারা বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে এবং মিথ্যা প্রচারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভাটি যৌথভাবে সঞ্চালনা করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নির্বাচনী প্রস্তুতি ও আন্দোলন জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।