ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

আশুলিয়ায় অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার, ৩টি অটোরিকশা উদ্ধার।


জানুয়ারি ২৪, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মো: শাহজাহান সৌরভ (আশুলিয়া) ঢাকা প্রতিনিধি:   আশুলিয়ায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ৩টি চোরাইকৃত মিশুক অটোরিকশা উদ্ধার করা হয়।শনিবার (২৪ জানুয়ারী) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার।এর আগে শুক্রবার দুপুরে আশুলিয়া বাজার ও রাতে আশুলিয়ার ঘোষবাগ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার চেচুয়া এলাকার মৃত আনিছের ছেলে মোঃ সজিব (২২) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফকিরপাড়া কাজীদাহ এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মোঃ সেকেন্দার (৩০)।বর্তমানে আশুলিয়ার জিরাবো ও ঘোষবাগ সুতলির মোড় এলাকায় বাসা ভাড়া করে থাকতেন।

থানা পুলিশ জানায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন আশুলিয়া স্কুল এন্ড কলেজের মেইন গেইটের সামনে অভিযান চালিয়ে একটি চোরাইকৃত মিশুক অটোরিকশাসহ মোঃ সজিব (২২) নামের ১জনকে আটক করা হয়। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সেকেন্দারের তথ্য প্রকাশ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার ঘোষবাগ সুতলির মোড় এলাকা থেকে সেকেন্দারকে আটক করা হয়।

পরে সেকেন্দারের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকার মোঃ হাফিজের গ্যারেজে অভিযান চালিয়ে আরও ২টি চোরাইকৃত মিশুক অটোরিকশা উদ্ধার করে তা জব্দ করা হয়।এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুবেল হাওলাদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।