ঢাকাবৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

আগের মতো এবার পাতানো নির্বাচন হবে না: সিইসি


জানুয়ারি ৮, ২০২৬ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না—এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি স্পষ্টভাবে বলেন, নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাসী এবং কমিশনের কাছে আসা প্রত্যেকেই ন্যায্য বিচার পাবেন। কোনো ধরনের বৈষম্য বা পক্ষপাতের সুযোগ নেই বলে তিনি আশ্বস্ত করেন।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের জন্য স্থাপিত বুথগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন। এ সময় তিনি আপিল আবেদন গ্রহণ ও শুনানি সংক্রান্ত সার্বিক প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

সিইসি বলেন, যেসব প্রার্থী তাদের মনোনয়নপত্রের বৈধতা নিয়ে আপত্তি তুলেছেন কিংবা যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে এবং তারা এর বিরুদ্ধে আপিল করছেন—সব ক্ষেত্রেই আইন ও বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো চাপ বা প্রভাব ছাড়াই প্রতিটি আবেদন যাচাই করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন স্বচ্ছতার নীতিতে অটল এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।

আপিল শুনানি প্রসঙ্গে সিইসি জানান, পুরো প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ উন্মুক্ত ও স্বচ্ছ। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে তথ্য-প্রমাণ ও আইনি ভিত্তির ওপর নির্ভর করে সিদ্ধান্ত দেওয়া হবে। কোনো আবেদন অবহেলিত হবে না এবং কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি কমিশন নিশ্চিত করবে।

তিনি আরও জানান, আজ আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে মনোনয়নপ্রত্যাশী এবং সংক্ষুব্ধ আবেদনকারীরা নির্বাচন কমিশনে আসছেন। কেউ নিজের মনোনয়ন ফিরে পেতে আবেদন করছেন, আবার কেউ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল জমা দিচ্ছেন। পুরো প্রক্রিয়া সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাও নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। এরপর আগামী ১০ জানুয়ারি (শনিবার) থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে, যা থেকে বোঝা যায় যে প্রার্থীদের মধ্যে এই প্রক্রিয়া নিয়ে ব্যাপক আগ্রহ ও সচেতনতা রয়েছে।

সিইসি আশা প্রকাশ করেন, কমিশনের নিরপেক্ষ ভূমিকা ও আইনি প্রক্রিয়ার প্রতি আস্থার ফলে নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের বিশ্বাস আরও দৃঢ় হবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।