

স্টাফ রিপোর্টার: ক্রিকেটারদের দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে পারিশ্রমিক ও অন্যান্য আর্থিক বিষয় নিয়ে ক্রিকেটারদের অসন্তোষ চলছিল, যার জেরে এই সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে। ক্রিকেটারদের আন্দোলনের প্রেক্ষাপটে বিসিবি আগেই কঠোর অবস্থান নিয়েছিল এবং শর্ত দিয়েছিল—নির্ধারিত সময়ের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হবে। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করেছে বোর্ড।
ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) তাদের দাবিতে অনড় অবস্থানে থাকায় এবং ম্যাচ বয়কট অব্যাহত রাখায় চলমান বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতেই আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেওয়ার কথা রয়েছে বিসিবির পক্ষ থেকে। বোর্ড সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিপিএল পুনরায় শুরু করার বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি।
উল্লেখ্য, আজ থেকেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে শুরু হওয়ার আগেই পুরো আয়োজন বড় ধরনের অনিশ্চয়তায় পড়ে। দিনের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি, পরে বিকেলের নির্ধারিত ম্যাচও অনুষ্ঠিত হয়নি। একের পর এক ম্যাচ স্থগিত হওয়ায় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। শেষ পর্যন্ত সন্ধ্যার পর বিসিবি কঠোর সিদ্ধান্ত নিয়ে বিপিএল স্থগিতের ঘোষণা দেয়।
আজ সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা ছিল। একই দিনে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও হওয়ার কথা ছিল। তবে ক্রিকেটারদের অংশগ্রহণ না থাকায় দুটি ম্যাচই শেষ পর্যন্ত বাতিল করা হয়। এই পরিস্থিতিতে বিপিএলের ভবিষ্যৎ, ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্ট সবার আর্থিক ক্ষতি এবং ক্রিকেটারদের দাবির সমাধান—সব মিলিয়ে দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে এক গভীর অনিশ্চয়তা।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭