ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ খবর

অজ্ঞানপার্টির ফাঁদে পড়ে সর্বস্ব খোয়ালেন গাইবান্ধা-৩ আসনের এমপি প্রার্থী


জানুয়ারি ১৬, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   ঢাকা থেকে গাইবান্ধা ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান। এ ঘটনায় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।শুক্রবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর মডার্ন মোড় এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে তাজহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পিংকি এন্টারপ্রাইজের একটি বাসে করে ঢাকা থেকে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেন আজিজার রহমান। যাত্রাপথে বাসের ভেতর অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে ডিম খাওয়ান। কিছু সময়ের মধ্যেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।এরপর প্রতারকরা তাকে রংপুরের মডার্ন মোড় এলাকায় বাস থেকে নামিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।