

স্টাফ রিপোর্টার: অবাধ ও সুষ্ঠু নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের নেভাল অ্যাকাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে নৌ প্রধান বলেন, বঙ্গোপসাগরে সমুদ্রসম্পদ আহরণ ও ব্লু ইকোনমি বাস্তবায়নে নৌবাহিনী ইতোমধ্যে অগ্রণী ভূমিকা রাখছে। পাশাপাশি দেশের জলসীমায় দেশি-বিদেশি জাহাজ এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ৫ হাজার নৌ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় সেনা ও বিমানবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।
এ সময় মিডশিপম্যান ২০২৩-এ ব্যাচের দুজন নারীসহ মোট ৩১ জন মিডশিপম্যান তিন বছরের সামরিক প্রশিক্ষণ শেষে সাব-লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষয়ে কৃতিত্ব দেখানো প্রশিক্ষণার্থীদের হাতে গৌরবময় পদক তুলে দেন নৌবাহিনী প্রধান। অনুষ্ঠানে তিন বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭