আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে পুলিশ ১৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে।মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে শৈলকুপা থানার একটি চৌকস টিম শহীদনগর গ্রামে অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি চালালে তার কাছ থেকে ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।আটক ব্যক্তির নাম মিশুক হোসেন (২৭)। তিনি শৈলকুপা উপজেলার মধ্যপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ধারণা করছে, তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
পুলিশ জানায়, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বুধবার সকালে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হবে।এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলাম, এএসআই ফেরদৌস ও আহসান হাবিব সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে পুলিশি তৎপরতা ও গোয়েন্দা তথ্যের কার্যকর সমন্বয় লক্ষ্য করা যায়।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। ছোট বা বড়—কোনো মাদক কারবারীকেই ছাড় দেওয়া হবে না।” তিনি মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেন।এদিকে এলাকাবাসী পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযান তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

