ঢাকামঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ


ডিসেম্বর ৯, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   ‎হবিগঞ্জে মাদক ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে  বিশেষ অভিযানে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
‎‎বিজিবি সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মাদকপাচারের চেষ্টা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লেবু বাগান এলাকায় অবস্থান নেওয়ার পর টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা বস্তা ফেলে পালিয়ে যায়।
‎‎পরবর্তীতে উদ্ধারকৃত বস্তার তল্লাশি করে ভিতর থেকে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত মাদক আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের জন্য প্রস্তুত করা হচ্ছে।
‎বিজিবি আরও জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে। পাশাপাশি, সীমান্ত এলাকার জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।