স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে দুর্গাপুর-চানভাঙ্গা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।নিহত রনি মিয়া চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি (দাসপাড়া) গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে রনি চুনারুঘাট নতুন ব্রিজ থেকে মোটরসাইকেল চালিয়ে চুনারুঘাটের দিকে যাচ্ছিলেন। পথে দুর্গাপুর-চানভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ ঘটে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই রনি মিয়া মারা যান। প্রাথমিকভাবে এটি একটি দুঘটনা বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করছে।”ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

