

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।সোমবার (১ ডিসেম্বর)দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় কার্যালয়ের সামনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মুখলিছুর রহমান, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রতি বছর এক ডিসেম্বর বিশ্বজুড়ে এইডস দিবস পালিত হয়। ২০২৫ সালের দিবসের মূল বার্তা ছিল “চ্যালেঞ্জ পেরিয়ে, নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা”। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রায় ৪ কোটি ৮ লাখ মানুষ এইচআইভি নিয়ে বেঁচে ছিলেন। নতুন সংক্রমণ হয়েছিল ১৩ লাখ এবং এইডস-সংক্রান্ত মৃত্যু প্রায় ৬ লাখ ৩০ হাজার।
আন্তর্জাতিক সংস্থাগুলো সতর্ক করেছেন, অর্থনৈতিক সংকট ও স্বাস্থ্য ব্যবস্থার চাপ অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। তবে নতুন ইনজেকশনভিত্তিক অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ অনেকের জন্য চিকিৎসা সহজ ও টেকসই করেছে।বিশ্ব এইডস দিবস শুধু চিকিৎসার নয়; এটি মানবিক অধিকার, ন্যায় ও সমতার প্রতীক। বাংলাদেশেও সরকারি ও বেসরকারি উদ্যোগে দিবসটি উদযাপিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭