

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ভান্ডারুয়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল এস্কপ সিরাপ ও ২৩ ক্যান বিয়ারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সদ্য যোগদানকৃত এসআই জামাল, এএসআই শহিদুল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।গ্রেপ্তার হওয়া যুবকের নাম আবিদ মিয়া (২৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। অভিযানকালে এএসআই শহিদুল ও সঙ্গীয় ফোর্স তাকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তেলিয়াপাড়া ফাঁড়ির সদস্যরা দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন।”ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭