

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ৫৫ বিজিবি বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে। জব্দকৃত পণ্য ও গাড়ির আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়,(০১ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেওয়া টহল দলটি একটি ডিআই ছোট পিকআপকে সন্দেহজনক মনে করে থামানোর সংকেত দেয়। তল্লাশির সময় গাড়ির মধ্যে থাকা গোখাদ্যের বস্তার আড়ালে লুকানো ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে মালিকবিহীন অবস্থায় পণ্য ও গাড়ি জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত জিনিস আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭