

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ পৌরসভার পুরান বাজার এলাকায় সংঘটিত একটি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি হওয়া প্রায় দশ(১০)ভরি স্বর্ণালংকার, একটি ব্রিটিশ পাসপোর্ট, একটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ ডিসেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে পুরান বাজার এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ আব্দুল গফুরের বাড়িতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ২২ ডিসেম্বর হবিগঞ্জ সদর মডেল থানায় পেনাল কোডের ৩৮০/৪৫৪ ধারায় মামলা করা হয়।মামলার তদন্তে নেমে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল মাওলা চৌধুরীর নেতৃত্বে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে অভিযান চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-মামুন মিয়া (২৭), কাজী ময়নুল ইসলাম (২৯) ও মো. পরহান মিয়া (২২)।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার একটি বাড়ি থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, “গ্রেপ্তারকৃত মামুন মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। চুরির ঘটনায় অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”আরো ও বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে মামলা প্রক্রিয়াধীন এবং উদ্ধার করা মালামাল মালিকের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭