ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

সুস্থতা কামনা করে খালেদা জিয়ার ফেনীর পৈতৃক বাড়ীতে দোয়া মাহফিল


ডিসেম্বর ২, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   আশু সূস্থতা কামনা করে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিজ বাড়ী ফুলগাজী উপজেলার শ্রীপুরে দোয়া মাহফিল অনূষ্ঠিত হয়েছে। আজ ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার ফুলগাজী উপজেলা বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী-০১ আসনের সাংগঠনিক সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু।

এছাড়াও ফেনী জেলা বিএনপি, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

খালদা জিয়ার পৈতৃক বাড়ীর প্রাঙ্গণে ছিল কর্মীদের নীরব উদ্বেগ, উৎকন্ঠা। দোয়া মাহফিলটি একটি ধর্মীয় আয়োজনের পাশাপাশি আবেগাপ্লূত নেতাকর্মী ও সাধারণ মানুষের অনুভূতি প্রকাশের সমাবেশে পরিণত হয়। যেখানে নিজেদের গ্রামের মেয়ে অসুস্থ খালেদার প্রতি মানুষের অকূন্ঠ মমতা, ভালোবাসা এবং আস্থার বহিঃপ্রকাশ ঘটেছে। তাঁরা সংকটাপন্ন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দেশের কল্যাণ এবং জাতির শান্তির জন্য বিশেষ মোনাজাত করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।