ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার খুবই সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা


ডিসেম্বর ২৭, ২০২৫ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, দেশের ইতিহাসে বিগত সময়গুলোতে কোনো সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তিনি বলেন, বর্তমান সরকার সুষ্ঠু ভোটের ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। কারণ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ তাদের ভোটের অধিকার ব্যবহার করতে পারেনি। সরকারের লক্ষ্য, জনগণ যাতে তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে এবং ভোটের পরিবেশ সম্পূর্ণভাবে সুষ্ঠু ও নিরাপদ থাকে। এজন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তিনি আরও জানান, নির্বাচন চলাকালীন কোনো স্থানে যদি গণ্ডগোল বা অপ্রত্যাশিত সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে নির্বাচন বন্ধ করার জন্য কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

তৌহিদ হোসেন বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে জনগণকে ভোট দিতে উৎসাহিত করা এবং একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৯ সালের পর থেকে অনুষ্ঠিত নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। বিশেষ করে ৩০ বছরের নিচে বা তার আশেপাশের বিপুলসংখ্যক যুবক ভোটার রয়েছে, যারা আগে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমান নির্বাচনে তারা একটি সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে এবং তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন জানাতে পারবে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ২০২৪ সালের আগস্টে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সেই আন্দোলনে অনেক তরুণ-তরুণী জীবন দিয়েছেন। তাদের ত্যাগ ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে সরকার একটি সংক্ষিপ্ত পরিবর্তনের তালিকা তৈরি করেছে। এটি জনগণের সামনে প্রথমবারের মতো উপস্থাপন করা হবে এবং জনগণ গণভোটের মাধ্যমে মতামত জানাবে। তালিকায় যদি জনগণ সন্তুষ্ট হয়, তারা ‘হ্যাঁ’, আর যদি সন্তুষ্ট না হয়, তারা ‘না’ ভোট দেবেন। এটি মূলত জনগণের চাহিদা ও প্রত্যাশার প্রতিফলন।

তৌহিদ হোসেন বলেন, জনগণ যদি এই পরিবর্তন চায়, তবে সেটি গ্রহণযোগ্য হবে, আর যদি না চায়, তাতেও কোনো বাধা নেই। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তারা জনগণের মতামতকেই গুরুত্ব দেবে। কারণ নির্বাচিত প্রতিনিধি শেষ পর্যন্ত জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন এবং তাদের প্রতিনিধিত্ব করবেন। তিনি নিশ্চিত করেন, নির্বাচনের পরিবেশ এমন হবে যাতে জনগণ তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত না হয় এবং ভোট সম্পূর্ণভাবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

ভোটের গাড়ি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বেল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য নিজেদের সমর্থন প্রকাশ করেন এবং জনগণকে ভোটে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।