

শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর স্থানীয় সরকার বিভাগের আওতায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ওটএওচ) এর আওতায় গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মাস্টার প্ল্যান (গচ) প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় পৌরসভা কার্যলয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজ ঈফফাত জাহান তুলি'র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পৌরসভা স্বাস্থ্য সহকারি রাকিবুল ইসরাম রাকিব এর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌরওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলরগণের মধ্যে প্রকৌশলী তপন কুমার, অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার জাফর আহমেদ লস্কর, উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মনজু, ডেপুটি টিম লিডার ও সিনিয়র নগর পরিকল্পনাবিদ শামাউন আল নূর, নগর পরিকল্পনাবিদ মনিরুজ্জামান আবির, প্রকল্প সমন্বয়কারী সজীব মিয়া, ফিল্ড অফিসার রিফাত হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সোলায়মান হোসেন সাজা, পৌর জামায়াতের আমীর অধ্যক্ষ একরামুল হক, সুপার মাওঃ ইয়াকুব আলী, সাবেক প্রধান শিক্ষক শাহজাহান মিঞা, সাবেক প্রভাষক শাখাওয়াত হোসেন প্রমুখ
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭