

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কমপ্লিট শাটডাউন করেছে শিক্ষকগণ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে দাবি বাস্তবায়ন পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, দাবি বাস্তবায়ন পরিষদ সুন্দরগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক শিবরাম আদের্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিছুর রহমান রানা, সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা গোলাম রব্বানী, যুগ্ম সমন্বয়ক ও বেকাটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস এম রাশিদুল আখতার যুথি, সহকারী শিক্ষক, ফজলে রাব্বী মন্ডল, নাজমুল হোসেন, আব্দুর রহিম বাদল, রবীন্দ্রথ সরকার, লাকী আক্তার, খালেদা আক্তার রত্না প্রমুখ।
এসময় বক্তরা বলেন, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩ তম থেকে ১১ তম গ্রেডে উন্নতি করা। ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা অবসানসহ শতভাগ পদোন্নতি বাস্তবায়নের দাবী করেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭