শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি: ”দক্ষ হয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে আর্ন্তজাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজ্ ঈফফাত জাহান তুলি’র সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভ‚মি) চৌধুরী আল-মাহমুদ, টিটিসিরইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) শরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবতী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিয়ার রহমান, যুব উন্নায়ন কর্মকর্তা আবু জাফর লস্কর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, স্বপন কুমার দে, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী খোকন রানা, দৈকিন ইনকিলাব প্রতিনিধি জুয়েল রানা প্রমূখ।
এসময় বক্তরা বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে। প্রবাসীদের অধিকার রক্ষা এবং তাদের কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রবাসীরা দেশের অর্থনৈতিক, শিক্ষা ও সমাজ উন্নয়নের জন্য পরিবারের সদস্যদের ছেড়ে বহু দূরের দেশে কাজ করছেন। অথচ তাদের সম্মান দেওয়া হয় খুব কম। তাই প্রবাসীদের অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য করা বন্ধ করতে হবে, বিদেশে বা এয়ারপোর্টে তাদের হয়রানি রোধ করতে হবে। প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মাধ্যমে তাদের অসামান্য অবদান স্বীকৃত করতে হবে।

