শহীদুল ইসলাম শহীদ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ এ আর আশরাফিয়া দাখিল মাদ্রাসা মাঠে ভয়েস অফ তারাপুর সংগঠনের সার্বিক সহযোগিতায় ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন মনোয়ারা ফাউন্ডেশনের অর্থায়নে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বিতরণের আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান মোঃ রিফাত মনোয়ার সিকদার, উপ-প্রধান মোঃ তুহিন সিকদার, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান আকন্দ, আজে পাড়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক মিয়া রাজু, ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ, এমদাদুল হক ভয়েস অফ তারাপুরের সভাপতি মো. দেলোয়ার হোসেন সাকিল সহ প্রমুখ।
এসময় ২০০ জন দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে মনোয়ারা ফাউন্ডেশন ও ভয়েস অফ তারাপুর উভয়কে আত্ন মানবতার কল্যাণে কাজ করার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে ফাউন্ডেশনের জন্য দোয়া করা হয়।

