ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত


ডিসেম্বর ১৩, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:    আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন শান্তিরক্ষী আহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক আনুষ্ঠানিক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সুদানের আবেই অঞ্চলে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসীরা অতর্কিতভাবে আক্রমণ চালায়। এ সময় ঘাঁটির নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন এবং আটজন গুরুতর আহত হন। আইএসপিআর আরও জানায়, ঘটনার পরপরই ওই এলাকায় পরিস্থিতি চরম অস্থির হয়ে ওঠে এবং সংঘর্ষ তখনও চলমান ছিল।

এদিকে, দেশটির হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের একটি স্থাপনায়ও হামলার ঘটনা ঘটেছে। ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। তবে নিহতদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের আকস্মিক হামলায় মোট ১৪ জন বাংলাদেশি শান্তিরক্ষী হতাহত হয়েছেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, তাদের মধ্যে ছয়জন নিহত এবং আটজন আহত। পোস্টে আরও উল্লেখ করা হয়, সন্ত্রাসীদের সঙ্গে চলমান সংঘর্ষের কারণে পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

সেনাবাহিনী জানায়, আহত শান্তিরক্ষীদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাতিসংঘের অন্যান্য শান্তিরক্ষী ইউনিটের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবেই’ (UNISFA)-এর অধীনে বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন সেখানে দায়িত্ব পালন করে আসছে। এই মিশনের মূল লক্ষ্য হলো সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী সংবেদনশীল আবেই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিত করা।

সেনাবাহিনী আরও জানিয়েছে, পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ও নিশ্চিত তথ্য পাওয়া মাত্রই তা যথাসময়ে গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।