মোঃ হোসেন (চট্টগ্রাম) জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে,বাইসাইকেল নিয়ে র্যালি করেছে সীতাকুণ্ড, শাখা ইসলামী ছাত্রশিবির।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল, ৩ টায় থেকে সীতাকুণ্ড শাখার শিবিরের সভাপতি মো,আশরাফুল উদ্দিন, নেতৃত্বে,সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয়,থেকে শুরু হয়ে, সীতাকুণ্ড উপজেলা উত্তর বাইপাস হয়ে, পৌরসভায় বিজয় র্যালিটি শেষ হয়
র্যালিতে প্রধান অতিথি,ছিলেন, সীতাকুণ্ডে,৪, সংসদ সদস্য পদপ্রার্থী,আনোয়ার সিদ্দিক চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন , সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি, আবু তাহের, অফিস সম্পাদক,চট্টগ্রাম উত্তর জেলা,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে, তানভীর ফুয়াদ,শিবিরের সেক্রেটারি, আব্দুর রহিম,আরো উপস্থিত,ছিলেন, সীতাকুণ্ড উত্তর,জেলার সভাপতি, আব্দুর রহমান মধ্যম সভাপতি, বেলাল হোসেন বিভিন্ন স্তরের দায়িত্বশীল ভাইয়েরা।
প্রধান অতিথি বলেন, বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। আমরা ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বিজয় অর্জন করেছি। আমরা সেই মহান বিজয় দিবসকে স্মরণীয় করতে চাই। এজন্যই আমাদের আজকের এই আয়োজন।সীতাকুণ্ড, শিবির সভাপতি,আশরাফুল উদ্দিন বলেন, আজকের সাইকেল র্যালিতে উপজেলার পাঁচ শতাধিক সাইকেল অংশগ্রহণ করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। মহান বিজয় দিবস আমাদের সেই দায়িত্ব পালনে নতুন করে অনুপ্রেরণা জোগায়।

