

মো হোসেন (চট্রগ্রাম) জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী জননেতা আনোয়ার ছিদ্দিক চৌধুরীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ( ১৬ ডিসেম্বর) সকাল আট থেকে র্যালিটি সীতাকুণ্ড উত্তর বাজার থেকে শুরু হয়ে কলেজ রোড, পৌরসদর ও উপজেলা মিলনায়তন পদক্ষিন করে পৌরসদর কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতা-কর্মী লাল-সবুজের গেঞ্জি পরে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।র্যালি-উত্তর সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা সেক্রেটারি আবু তাহের এর পরিচালনায় এবং উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। তিনি বলেন স্বাধীনতার অতন্দ্র প্রহরী জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা জনগনকপ সাথে নিয়ে দেশ গড়ার জন্য নতুন করে শপথ নিতে হবে।তিনি বলেন আওয়ামী ফ্যাসিস্টরা আজ জুলাই যুদ্ধাদের টার্গেট করে হত্যায় মেতে উঠেছে। তারা আজ হাদীকে গুলি করেছে। হাদীর উপর গুলি বর্ষণকারীকে গ্রেফতারের জোর দাবী জানান তিনি।
তিনি আরও বলেন আজকের সীতাকুণ্ড যেন পরিণত হয়েছিল লাল-সবুজের মিলনমেলায়। আল্লাহ এই বিজয় দিবসের চেতনায় আমাদের ঐক্যবদ্ধ রাখুক।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের উপজেলা নায়েবে আমীর রাশেদুজ্জামান, এসিস্যাটেন্ট এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ কুতুবউদ্দিন শিবলী, এড আশরাফুর রহমান, পৌর আমীর হাফেজ আলী আকবর, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মেসবাহুল আলম রাসেদ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭