

মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি: আজ শুক্রবার ( ১৯ ডিসেম্বর) বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে কিন্ডারগার্ডেন উদ্যোগে ,মেধাবৃত্তি, বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীতাকুণ্ড, বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয় কেন্দ্রে, পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড বেসরকারি স্কুলসমূহের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ বৃত্তি পরীক্ষায়, সীতাকুণ্ড, বাড়বকুণ্ড,বাঁশবাড়ীয়া,কুমিরা, ইউনিয়নসহ, ১ম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী , এতে মাদ্রাসা, স্কুল, ও কিন্ডার গার্ডেনেরসহ, মোট ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্রের হল স্কুলের পরিচালক মো,শাহাজান,বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না থাকায় বিকল্প হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড সকল বেসরকারি স্কুল কর্তৃপক্ষ একাধিক সভার মাধ্যমে ঐকমত্যে পৌঁছান। ও শিক্ষক মন্ডলীতে সঙ্গে সমন্বয় সভাও অনুষ্ঠিত হয়।তিনি আরও জানান, পরীক্ষাটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার ৩০,টি বেসরকারি স্কুলের,ও মাদ্রাস, কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষকদের, উদ্যোগে, সিটিজেন মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজন করা হয়।
পরীক্ষার প্রথম দিনে সীতাকুণ্ড, বাড়বকুণ্ড অবস্থিত বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, সহস্রাধিক অভিভাবক অত্যন্ত আনন্দচিত্তে তাদের সন্তানদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও প্রশংসনীয়, যা বিগত বিভিন্ন পাবলিক পরীক্ষার তুলনায় আরও উন্নত বলে প্রতীয়মান হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭